Other Options>>

Mar 24, 2012

Assistant Officer: Padma Life Insurance Limited


পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড
দেশের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা কোম্পানী পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর জন্য নিম্নোক্ত পদ সমূহে সার্বক্ষনিক লোক নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে
অফিস সহকারী

Job Leve: Entry
No. of Vacancies :১০০ টি

Job Requiremen:  প্রার্থীকে অবশ্যই কম্পিউটার পরিচালনায় সক্ষম হতে হবে

Job Description: ঢাকার বাহিরে গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ, চট্রগ্রাম, যশোর, খুলনা, ফরিদপুর, সিলেট, মৌলভীবাজার, কক্রবাজার, বগুড়া, ররিশাল, পটুয়াখালী, চাঁদপুর রংপুর জোনাল হেড কোয়ার্টার এর অধীনে জেলা থানা অফিস সমূহ

Educational Qualification:  এইচ.এস.সি
 Work Experience: অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে

Salary:  ২৭৫০-২৫০x-৩০০x-ইবি-৩৫০x-৭২৫০ সর্ব সাকুল্যে মোট বেতন ,৬২৫/-
 Apply Instruction: আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে স্বাক্ষরযুক্ত জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) সদ্য তোলা কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নাগরিকত্বের সনদপত্র, মর্যাদা সম্পন্ন জন ব্যাক্তির নাম, ঠিকানা, টেলিফোন/মোবাইল নম্বর উল্লেখপূর্বক ব্যবস্থাপনা পরিচালক, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর অনুকূলে ১০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সহ আগামী ১৫ এপ্রিল, ২০১২ তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালকের বরাবর আবেদনপত্র পাঠাতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে

ব্যবস্থাপনা পরিচালক
পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড
সুরমা টাওয়ার (১২ তলা)
৫৯/ পুরানা পল্টন,
ঢাকা-১০০০

No comments:

Post a Comment